Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে স্টিল মিলে বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আকতার হোসেন (৫০), মো. শাহিন (২৫) ও মাইনুদ্দিন (২২)।

কারাখানার শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে মিলের ভাট্টিতে লোহা গালানোর কাজ করছিলেন ওই তিনজন। হঠাৎ সেখানে বিস্ফোরণের শব্দ হয়। এ সময় আহতদের গায়ে গরম গলিত লোহা ছিটকে পড়ে। মারাত্মক আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।

আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে শাহিনের শরীরের ৯৫ ভাগ, মাইনুদ্দিনের ৫৫ ভাগ আর আকতারের ২৫ ভাগ পুড়ে গেছে।

ইউএইচ/

Exit mobile version