Site icon Jamuna Television

রোনালদোর গোল খরা কাটানোর রাতে জয় পেলো ম্যানইউ

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে গোলের খরা কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর টানা দুই ম্যাচ ড্র করার পর জয়ের দেখা পেয়েছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে অবশ্য রেড ডেভিলদের সাথে শুরু থেকেই সমান তালে পাল্লা দিয়ে লড়াই করে ব্রাইটন। সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে না পারায় গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নেন রোনালদো। ৫১ মিনিটে ম্যাকটমিনাইয়ের পাস থেকে বক্সের বাইরে থেকে নেয়া তার শট জড়ায় জালে। এটি একই সাথে চলতি বছরে করা সিআরসেভেনের প্রথম গোল।

৫৪ মিনিটে ইয়েলাংয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন লুইস ডাঙ্ক। আর ম্যাচের শেষ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রালফ রাংনিকের দল।

আরও পড়ুন: এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারালো পিএসজি

Exit mobile version