Site icon Jamuna Television

বিক্ষোভ সামাল দিতে না পারার ব্যর্থতায় অটোয়া পুলিশ প্রধানের পদত্যাগ

ছবি: সংগৃহীত

কানাডায় চলমান করোনা বিধিমালা এবং ভ্যাকদিন বিরোধী বিক্ষোভ সামাল দিতে না পারার ব্যর্থতা নিয়ে পদত্যাগ করলেন অটোয়া পুলিশ প্রধান পিটার স্লোলি।

গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এ সিদ্ধান্ত জানান তিনি। টুইটার পোস্টে পিটার স্লোলি লেখেন, আন্দোলনের শুরু থেকেই কানাডিয়ান রাজধানীকে সুরক্ষিত রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। তিনি আরও জানান, বিক্ষোভ দমাতে পুলিশ বাহিনীতে যুক্ত করা হয় নিত্যনতুন সরঞ্জাম। সে সব কৌশল ব্যবহারের মাধ্যমে শিগগিরই এই অস্থিতিশীল পরিস্থিতির মোকাবেলা করা যাবে, এমনটা প্রত্যাশা করেন স্লোলি।

আরও পড়ুন: অ্যাম্বাসেডর ব্রিজের অবরোধ প্রত্যাহার

মূলত, রাজধানীতে ট্রাক চালকদের করোনা বিধিমালা এবং ভ্যাকসিন বিরোধী আন্দোলনের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন পিটার স্লোলি। গেলো মাস থেকেই ক্ষোভে উত্তাল কানাডার বিভিন্ন শহর। সরকারের সিদ্ধান্ত অনুসারে, বাধ্যতামূলক করোনা টিকা গ্রহণ এবং কোয়ারেন্টাইন বিধিমালা মানতে নারাজ বহু মানুষ।

আরও পড়ুন: কানাডায় জব্দ হবে টিকা বিরোধী আন্দোলনকারীদের ব্যাংক হিসাব

Exit mobile version