Site icon Jamuna Television

বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শেখ হাসিনার শোক

ছবি: সংগৃহীত

উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাপ্পি লাহিড়ির আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার ভোর রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বাপ্পি লাহিড়ি ১৯৭০-৮০ দশকের শেষের দিকে চলতে চলতে, ডিস্কো ড্যান্সার এবং শারাবির মতো বেশ কয়েকটি ছবিতে আইকনিক গান পরিবেশনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবারই দেয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শ তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ির। বুধবার ভোর রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: বাপ্পি লাহিড়ির গা ভর্তি সোনা পরার কারণ কি জানেন?
ইউএইচ/

Exit mobile version