Site icon Jamuna Television

কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সালাউদ্দিন ভূইয়া নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, এই প্রতারক দীর্ঘদিন যাবত নিজেকে বিভিন্ন কোম্পানির সিইও/ মার্কেটিং ম্যানেজার/ মার্চেন্ডাইজার হিসেবে পরিচয় দিতো। এই পরিচয়ে সালাউদ্দিন বিভিন্ন গার্মেন্টস কোম্পানির নিকট থেকে জালিয়াতির মাধ্যমে পণ্য ক্রয়ের ভুয়া ক্রয়পত্র বিতরণ করতো।

পরবর্তীতে পণ্য ক্রয়ের পর তা অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিতো। পরে ভুক্তভোগীরা তার কাছে পাওনা অর্থ চাইতে গেলে নিজেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স দেয়া চক্রের ১০ সদস্য আটক
ইউএইচ/

Exit mobile version