Site icon Jamuna Television

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সিলেট পর্ব শুরু হচ্ছে কাল

টিভিএস-বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রেস কনফারেন্স।

টিভিএস-বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সিলেটপর্ব শুরু হচ্ছে আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) থেকে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জ বনাম শেখ জামালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সিলেট পর্ব। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সিলেটের মাটিতে প্রথমবারের মতো মুখোমুখি হবে এই ঐতিহ্যবাহী দুটি দল।

আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম। এ সময় তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামে মোট ৮টি খেলা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে এবার দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে ম্যাচ। তবে পরবর্তীতে দর্শক মাঠে আসতে পারবে কিনা, তা নির্ভর করবে স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্তের ওপর, এমনটাই জানান বাফুফে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: জামাল ভূঁইয়ার ভুতুড়ে লাথি; সমালোচনার মুখে রেফারি

Exit mobile version