Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগে আজ লিভারপুলের মুখোমুখি ইন্টার মিলান

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের ১ম লেগের ম্যাচে আজ ইন্টার মিলান স্বাগত জানাবে লিভারপুলকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

জাতীয় দলের দায়িত্ব শেষে ক্লাবে ফেরাটা ভালো হয়নি মানে-সালাহদের জন্য। লিগে সবশেষ ম্যাচে দল জিতলেও তেমন অবদান রাখতে পারেননি দলের সেরা দুই সদস্য। তাতে অবশ্য বিচলিত নন কোচ ইয়ুর্গেন ক্লপ। চ্যাম্পিয়ন্স লিগে দুইবারের দেখায় দুই ম্যাচেই ইন্টারকে হারানো অলরেডরা এই ম্যাচেও নিজেদের দাপট ধরে রাখবে বলে বিশ্বাস ক্লপের। অলরেড কোচ বলেন, মানে ও সালাহ ম্যাচের পরের দিনই ফিট হয়ে যায়। দুইজনের এমন দ্রুত ফিট হয়ে ওঠাটা আমাদের বেশ আশাবাদী করে। ওদের মাঠে খেলাটা কঠিন হবে। তবে জয় নিয়ে ফিরতে মড়িয়া হয়ে আছে গোটা দল।

আরও পড়ুন: সাদিও মানের নামে সেনেগালে স্টেডিয়াম

অন্যদিকে দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলায় নিজেদের সেরা পারফর্মেন্স দেয়ার ব্যাপারে আশাবাদী ইন্টার মিলান কোচ নিয়ে বেশ সিমোনে ইনজাগি। তিনি বলেন, লিভারপুল বর্তমানে ইউরোপের অন্যতম শক্তিশালী দল। গ্রুপ পর্বে তাদের খেলা ছিল দেখার মত। আমি আমার ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে থাকার জন্য। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলছি আমরা। চেষ্টা করবো নিজেদের সেরাটা দিতে।

আরও পড়ুন: এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারালো পিএসজি

Exit mobile version