Site icon Jamuna Television

কলেজ শিক্ষার্থী মুনিয়ার মৃত্যু: গ্রেফতার মিম কারাগারে

মুনিয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া মিম কারাগারে।

রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া সাইফা রহমান মিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাইফা রহমান মিমকে সিএমএম আদালতে হাজির করা হয়। মিমকে আদালতে তোলা হলেও রিমান্ডের আবেদন করেনি পুলিশ। তবে তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ধানমন্ডির বাসা থেকে সাইফা রহমান মিমকে গ্রেফতার করে পিবিআই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতারের পর তাকে নেয়া হয় পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে। সেখানে মুনিয়ার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। উল্লেখ্য, সাইফা রহমান মিম হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী।

আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স দেয়া চক্রের ১০ সদস্য আটক

Exit mobile version