Site icon Jamuna Television

ঢাকাসহ আশেপাশের ৫ জেলার ৩২৩টি অবৈধ ইটভাটার তালিকা হাইকোর্টে

ঢাকাসহ আশপাশের পাঁচ জেলার জেলা প্রশাসকরা ৩২৩টি অবৈধ ইটভাটার তালিকা হাইকোর্টে জমা দিয়েছেন। তবে পরিবেশ অধিদফতর ৩০৮টি অবৈধ ইটভাটার তথ্য উপস্থাপন করেছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বায়ুদূষণ রোধের বিষয়ে করা হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের করা রিটে এসব প্রতিবেদন জমা দেয়া হয়। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চে এই শুনানি হয়।

শুনানিতে আদালত জেলা প্রশাসকদের এক সপ্তাহের মধ্যে প্রতিবেদনগুলো অ্যাফিডেভিট করে জমা দিতে নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার (২৩ ফেব্রুয়ারি) এই বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শুনানিতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জেলা প্রশাসকরা আদালতের নির্দেশ অনুযায়ী ভার্চুয়াল শুনানিতে অংশ নেন। এসময় আদালত দূষণ রোধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতেও নির্দেশ দেন।

Exit mobile version