Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর সেই জুটির খোঁজ নিলো প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সোহেল-রওশন দম্পতির খোঁজ-খবর নেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান।

ময়মনসিংহ ব্যুরো:

স্ত্রীকে পিঠে নিয়ে ১৫ বছরের সংসার, বিরল ভালোবাসার দৃষ্টান্ত তৈরি করা দম্পতিকে নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর সোহেল মিয়া ও রওশন আক্তারের খোঁজ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ পেয়ে খোঁজ নিতে তাদের বাড়িতে আসেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান।

তিনি জানান, যমুনা টেলিভিশনের সংবাদটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসলে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সেখান থেকে তাদের খোঁজ নেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়। বলা হয়, তাদের বর্তমান অবস্থা কী এবং তাদের কী সহযোগিতা প্রয়োজন তা জেনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেন সত্ত্বর রিপোর্ট পাঠানো হয়। সে রিপোর্ট অনুযায়ী এ জুটিকে সহযোগিতা করা হবে।


এরপর, সরেজমিনে তাদের বর্তমান অবস্থা জানতে জেলা প্রশাসক এনামুল হকের নির্দেশে ত্রিশাল আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম গ্রামে এসেছেন তিনি। তিনি জানান, কীভাবে এ পরিবারটিকে সহযোগিতা করা যায় সেই বিষয়টি খোঁজ নিতেই তিনি সোহেল রওশনের বাড়িতে এসেছেন।

আরও পড়ুন: দশ টাকার নোটে পাওয়া নাম্বারে শুরু, ভালোবাসা দিবসে এক ভিন্ন প্রেমের গল্প

/এসএইচ

Exit mobile version