Site icon Jamuna Television

‘প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ’

কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে বিএনপি’র লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। দলটি এখন গভীর হতাশায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্লাইওভার পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে; কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা সঠিক ও সময়োপযোগী। নতুন কোন সিদ্ধান্ত নিতে হলে বর্তমান ব্যবস্থা বাতিল করাই ছিল উপযুক্ত। কোটা বিষয়ে একটি কমিটি পরীক্ষা নিরীক্ষা করছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version