পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কারণ, এই সময়টাতেই বিয়ে করতে যাচ্ছেন তিনি।
আগামী ২৭ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘদিনের বান্ধবী ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সাথে ঘর বাঁধতে যাচ্ছেন এই হার্ড হিটিং অলরাউন্ডার। বিয়ের পরিকল্পনা আগেই থাকলেও ব্যস্ততার কারণে সময় বের করতে পারছিলেন না ম্যাক্সওয়েল। দুই যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আর এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অজি অলরাউন্ডার। আইপিএল মৌসুমের শুরুতেই বিয়ের জন্য সময়টাকে বেছে নেন তারা।
এদিকে, ভারতীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে বিয়ের সকল কার্যক্রম। আর কার্ডও ছাপানো হয়েছে দক্ষিণী ভারতের রীতি অনুসারে।
আরও পড়ুন: সাংবাদিকরা চুপ করলেই কোহলি রান পাবে: রোহিত

