Site icon Jamuna Television

‘বয়সের সাথে প্রেমের মানেও বদলায়’, বিচ্ছেদের পর বললেন ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১৮ বছরের সংসারজীবন থেকে বেরিয়ে এসেছেন দক্ষিণী অভিনেতা ধানুশ ও রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়া। গত মাসেই বিচ্ছেদের কথা ঘোষণা দেন তারা। তবে ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ, তা এখনও স্পষ্ট করে কিছু বলেননি এই দম্পতি। সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া। সেখানে তিনি বলেন, বয়সের সাথে প্রেমের সজ্ঞাও বদলে যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, জীবনে চলার পথে যা সামনে আসবে, সেটাকে মেনে নিয়েই চলতে হবে। আমাদের ভাগ্যে যা লেখা, তা হবেই। প্রেম নিয়ে তার মন্তব্য, প্রেম কখনোই নির্দিষ্ট হতে পারে না। আমি আমার বাবা-মাকে ভালোবাসি, আমার দুই সন্তানকে ভালবাসি। প্রেমকে নির্দিষ্ট কিছুর মধ্যে বেধে রাখা ঠিক নয়।

অবশ্য এখন ব্যক্তিগত জীবনকে পেছনে ফেলে কর্মজীবনে ব্যস্ত দু’জনেই। ঐশ্বরিয়াও একটি মিউজিক ভিডিওর পরিচালনায় মন দিয়েছেন। তবে তাদের এই বিচ্ছেদ নিয়ে রজনীকান্ত খুবই মর্মাহত তা জানা গিয়েছিল তখনই। বিচ্ছেদ আটকাতে তিনিও কম ছোটাছুটি করেননি। তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অটল থাকলেন ধানুশ-ঐশ্বরিয়া।

এসজেড/

Exit mobile version