Site icon Jamuna Television

মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান ছাড়া পেলেন

ছাড়া পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে খায়রুজ্জামান। ছবি: ফ্রি মালয়েশিয়া টুডে

মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে ছেড়ে দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান ফ্রি মালয়েশিয়া টুডেকে জানান, খায়রুজ্জামান নিজেই তাকে ফোন দিয়ে মুক্তি পাওয়ার খবর দিয়েছেন। মুক্তি দেয়ার ক্ষেত্রে খায়রুজ্জামানকে কোনো শর্ত দেয়া হয়নি বলে জানিয়েছে খায়রুজ্জামানের এক আইনজীবী।

১৫ ফেব্রুয়ারি মোহাম্মদ খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানোর ওপর স্থগিতাদেশ আরোপ করেন মালয়েশিয়ার হাইকোর্ট। এর আগে ৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের আমপাং এলাকা থেকে তাকে গ্রেফতার করে দেশটির অভিবাসন পুলিশ। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে এক যুগের বেশি সময় ধরে শরণার্থী হিসেবে দেশটিতে অবস্থান করছেন তিনি।

Exit mobile version