নারিন ঝড়ে ফাইনালের স্বপ্ন দেখছে কুমিল্লা

|

সুনীল নারিনের রেকর্ড ভাঙা অর্ধশতকে বিপিএলের দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণের লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ে পথে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের দেয়া ১৪৯ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই ওপেনার লিটন দাসকে হারায় কুমিল্লা। কিন্তু অপর প্রান্তে থাকা নারাইন মাত্র ১৩ বলে অর্ধশতক স্পর্শ করে চালকের আসনে নিয়ে যান কুমিল্লাকে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৯.১ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪৮ রান। দুই ওপেনার উইল জ্যাকস ও জাকির হোসেন মারকুটে সূচনা এনে দিলেও ইনিংসের ৪র্থ ওভারে শরিফুলের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন উইল। ২য় উইকেট জুটিতে চ্যাডউইক ওয়াল্টন খুব বেশি সুবিধা করতে পারেননি। তানভীরের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনিও।

এরপর, দলীয় ৪৩ রানে মঈন আলীর স্পিন ধাঁধার শিকার হন ৯ বলে ২০ রান করা ওপেনার জাকির হোসেন। এরপর অধিনায়ক আফিফ ও শামিম হোসেন দলের হাল ধরার চেষ্টা করলেও সুবিধে করতে পারেননি দুজনের কেউই।

টপঅর্ডার ব্যর্থ হলেও মিডলঅর্ডারে এসে চট্টগ্রামের কাণ্ডারি হিসেবে আবির্ভূত হন মেহেদি হাসান মিরাজ ও উইকেটরক্ষক আকবর আলী। তাদের ৭৭ রানের পার্টনারশিপ যখন বড় স্কোরের আশা জাগাচ্ছিলো চট্টগ্রাম সমর্থকদের মনে, তখনই আলী আকবরের মোক্ষম আঘাতে সাজঘরের পথ ধরেন আকবর আলী।

এরপর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি ৪৪ রান করা মিরাজ, শরিফুলের বলে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও। এরপর ব্যাটিং করতে নেমে মৃত্যুঞ্জয় চৌধুরী ছাড়া আর কেউই সংগ্রহ করতে পারেননি দুই অঙ্কের রান। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪৮ রানে শেষ হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস।

এখন, ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিং করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৬ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ৮৪ রান।

ওপেনার লিটন দাস জন্মদিনে মোটেও সুবিধা করতে পারেননি। আরেক অপরাজিত ওপেনার সুনীল নারিন গড়েছেন এক অনন্য রেকর্ড, অর্ধশতক পূর্ণ করেছেন মাত্র ১৩ বলে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ টি চার ও ৬টি ছয়ে তার সংগ্রহ ১৬ বলে ৫৭ রান। এতক্ষণ তাকে সঙ্গ দিচ্ছিলেন ১৭ বলে ১৬ রান করা ইমরুল কায়েস।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply