Site icon Jamuna Television

তাণ্ডব চালালেন নারিন, গড়লেন রেকর্ড

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রেকর্ড গড়লেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারিন। চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ১৩ বলে হাঁকিয়েছেন অর্ধশতক। এর মাধ্যমে বিপিএলের দ্রুততম অর্ধশতকের রেকর্ড নিজের নামে করে নিলেন তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৪৮ রানের জবাবে ব্যাটিং করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১২ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১৩২ রান।

ওপেনার লিটন দাস জন্মদিনে হতাশ করে ০ রানে ফিরে গেলে নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে আসেন সুনীল। এরপরই শুরু হয় তাণ্ডব। চলতে থাকে চার ছক্কার ফুলঝুরি। শেষমেশ ১৩ রানেই তুলে নেন অর্ধশতক। ৬টি ছক্কা ও ৫টি চারের মারে এই রেকর্ড গড়েন তিনি।

রেকর্ড গড়ার পর চট্টগ্রামের মৃত্যুঞ্জয়ের হাতে ধরা দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ১৬ বলে ৫৭ রান করেন নারাইন। সে সময় তার স্ট্রাইক রেট ছিল ৩৫৬.৫। যা চলতি বিপিএলেও তার সেরা।

এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের আহমেদ শেহজাদের। টুর্নামেন্টের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে নিজের অর্ধশতক তুলে নিয়েছিলেন শেহজাদ।

Exit mobile version