Site icon Jamuna Television

বিদেশি কোম্পানির ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রকল্পের কেনাকাটায় স্থানীয় প্রতিষ্ঠানকে আরও অগ্রাধিকার দেবে সরকার। বিদেশি কোম্পানি ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে হবে। এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রায় ৮৫ লাখ টন সার কেনার প্রস্তাব অনুমোদন হয়। এর মধ্যে ৩০ হাজার টন টিএসপি ও ৩০ হাজার টন দানাদার ইউরিয়া। বাকি ২৫ হাজার টন রক ফসফেট কেনা হবে বাংলাদেশ কেমিক্যাল শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) জন্য। যা মূলত আমদানি হবে সিঙ্গাপুর থেকে। বিএডিসি’র জন্য টিএসপি আসবে মরক্কো থেকে। আর ইউরিয়া সরবরাহ করবে দেশীয় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো)।

পরে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বেড়েছে। তাই আমদানির প্রবণতা কমাতে চায় সরকার। তখন পণ্যে মান নিশ্চিত করা আরও সহজ হবে।

Exit mobile version