Site icon Jamuna Television

ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন প্রো ম্যাক্স কিনে দিলেন যুবক

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় এক যুবক ডাকাতির অর্থ দিয়ে প্রেমিকাকে আইফোন প্রো ম্যাক্স কিনে দিয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে অবস্থিত শাশুড়িকে ফ্ল্যাট কিনতেও পাঠিয়েছে অর্থ।

কলকাতার হাওড়ায় দিনে দুপুরে কোটি টাকা ডাকাতির ঘটনার তদন্তে নেমে এমন চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযুক্ত যুবকের বাবা কাঁটাপুকুর মর্গের ইনচার্জ বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোডে ১ কোটি টাকা ডাকাতি করে পালায় ৩ ডাকাত। পালানোর সময় প্রকাশ্যে বন্দুক দেখাতে থাকে তাদের একজন। এই ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, ডাকাতি করা হয়েছে রীতিমতো বরাত দিয়ে। বরাত দিয়েছেন লোহার কারখানার মালিক সুনীল শর্মার পূর্ব পরিচিতরাই।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ননীগোপাল দাস, শিবরাম চট্টোপাধ্যায় ও বিশ্বজিত দাস নামে ৩ ব্যক্তি এই ডাকাতির সাথে সম্পৃক্ত। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পারেন, বিভিন্ন আর্থিক দুর্নীতিতে ভুক্তভোগী সুনীল শর্মাকে সাহায্য করত এরা। যার ফলে তার কোথায় কতো টাকা থাকে সব জানা ছিল তিন জনেরই। কিন্তু নিজেরা ডাকাতি করলে ধরা পড়ে যেতে পারে এই আশঙ্কায় কয়েকজন যুবককে ডাকাতির কাজ দেয় তারা।

এর পর তিন ডাকাত কার্তিক, হেমন্ত ও ভিকিকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ২ জন টাকার সন্ধান দিতে পারলেও ভিকি একটা বড় টাকার হিসাব দিতে পারেনি। জেরার মুখে সে স্বীকার করে, ডাকাতির টাকায় বার ডান্সার প্রেমিকাকে আইফোন প্রো ম্যাক্স কিনে দিয়েছে সে। সঙ্গে ফ্ল্যাট কেনার জন্য শাশুড়িকে উত্তর প্রদেশে ৪ লক্ষ টাকা পাঠিয়েছে ওই যুবক।

Exit mobile version