Site icon Jamuna Television

শিক্ষার্থীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ দিন পর ফেলে গেল ঢাবিতে

প্রতীকী ছবি।

রাজধানীতে শিক্ষার্থীকে তুলে নিয়ে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তুলে নেয়ার ৪ দিন পর ভুক্তভোগীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, তাকে রাজধানীর লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন যাবত সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শাহবাগ থানা পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীর বরাত দিয়ে জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগীর তিন জন প্রতিবেশী শুভ, শাকিল ও আলামিন তাকে মুখে রুমাল চেপে ধরে। এতে তিনি অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান ফিরলে পরিত্যক্ত একটি বাড়িতে নিজেকে আবিষ্কার করেন। তখন তাকে ছেড়ে দিতে বললে, ওই তিনজন তাকে মারধর করে এবং সংঘবদ্ধ ধর্ষণ করে। আজ দুপুরে তাকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ওই শিক্ষার্থীকে টিএসসি থেকে একজন নারী হাসপাতালে নিয়ে এসেছেন।

এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক।

Exit mobile version