Site icon Jamuna Television

গাছে সময়মতো ফুল ফুটেনি, মালিদের কারাগারে পাঠালেন কিম জং উন!

ছবি: সংগৃহীত

বাবার জন্মবার্ষিকী বিশেষ ফুল দিয়ে সাজিয়ে তুলবেন বলে ভেবেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিন্তু মালিরা সেই বিশেষ ফুল সময়মতো নিয়ে আসতে না পারায় বেজায় চটেছেন কিম, এমনকি মালিদের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে খবর আন্তজার্তিক গণমাধ্যমে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, ওই ফুলের নাম কিমজংগিলিয়াস। যার নামকরণ করা হয়েছে কিমের পিতা জং-ইলের নামানুসারে। এই ফুলের জন্য প্রয়োজন সঠিক আবহাওয়া। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় উত্তর কোরিয়ায়।

ডেইলি এনকে-র প্রতিবেদন অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মবার্ষিকী। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। ডাক পড়ে গ্রিন হাউসের ম্যানেজার হানের। তিনি হাজির হয়েছিলেন ঠিকই। কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। কেননা সময়মতো গাছে ওই ফুল ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন।

এরপরই হান এবং তার সমস্ত মালিকে ছয়মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।

সূত্র: ব্রিটিশ পত্রিকা মিরর ও ডেইলি এনকে।

Exit mobile version