Site icon Jamuna Television

কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পরিচয় বহনকারী সবকিছুর ওপর নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ভারতে চলমান হিজাব বিতর্কের মধ্যেই প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পরিচয় বহনকারী সবকিছু পরিধানের ওপর নিষেধাজ্ঞা দিলেন কর্ণাটক হাইকোর্ট।

শিক্ষাঙ্গনে হিজাব পরা যাবে কিনা, এই মর্মে দায়েরকৃত রিট পিটিশনের চতুর্থ শুনানি ছিল গত বুধবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন, স্কুল কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানানো মুসলিম ছাত্রীদের বক্তব্য শোনেন বিচারক। সেই ছাত্রীদের আইনজীবী রবি ভার্মা কুমার প্রশ্ন তোলেন, ঘোমটা দিয়ে, শাঁখা-সিঁদুর-পাগড়ি বা ক্রস পরে যখন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারেন; তখন কেন তার মক্কেলদের কেবলমাত্র হিজাব ইস্যুতে হয়রানি করা হলো? এটি ভারতীয় সংবিধানের ১৫তম ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

আইনজীবী অভিযোগ করে বলেন, ধর্মের কারণেই তার মক্কেলদের সাথে বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে। গেলো ডিসেম্বরে, রাজ্যটির উদুপি এলাকায় হিজাব পরার কারণে ক্লাস থেকে ৬ ছাত্রীকে বের করে দেয়া হয়। এ ঘটনায় গোটা ভারতে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা।

আরও পড়ুন: হিজাব খুলেই ক্লাস করতে হলো কর্নাটকের ছাত্রীদের

Exit mobile version