Site icon Jamuna Television

দাবানলে পুড়ছে আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চল

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চল। কোরিয়েন্তেস প্রদেশে এরই মধ্যে পুড়ে গেছে ৫ লাখ ১৯ হাজার হেক্টর বনভূমি। যা অঞ্চলটির মোট এলাকার ৬ শতাংশ।

শুষ্ক আবহাওয়া আর বাতাস বাড়িয়েছে আগুনের তীব্রতা। প্রাণহানির আশঙ্কায় বনভূমির ৮শ’ কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাড়িঘর ও হোটেল থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কয়েক শ’ কর্মী।

এদিকে, ভারি বৃষ্টি ছাড়া আগুন নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে আগামী কয়েকদিনে মাত্র ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা।

ইউএইচ/

Exit mobile version