Site icon Jamuna Television

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন ও কাজল আক্তার।

পুলিশ জানায়, ভোররাতে রাইড শেয়ারিং সেবার মাধ্যমে কাজল আক্তার সুমনের মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গাড়ি তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

পরে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় বলে জানা গেছে। তবে কোন গাড়ি তাদেরকে চাপা দিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। অজ্ঞাত ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এসএইচ

Exit mobile version