Site icon Jamuna Television

‘র‍্যাব পুলিশের পর এখন সিআইডি দিয়ে নেতাকর্মীদের গুম করা হচ্ছে’

ফাইল ছবি।

র‍্যাব পুলিশের পর এখন সিআইডিকে দিয়ে নেতাকর্মীদের গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, কয়েকদিন গুম করা বন্ধ থাকলেও আবার নতুন করে বিএনপি নেতাকর্মীদের গুম করা হচ্ছে। ক্ষমতা টিকিয়ে রাখার রক্ষাকবচ হিসাবে সরকার গুম, খুন, অপহরণকে বেছে নিয়েছে বলে অভিযোগ রিজভীর।

সরকার পদত্যাগ না করলে পরিস্থিতি জটিল হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এদিকে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু: শিক্ষামন্ত্রী
ইউএইচ/

Exit mobile version