Site icon Jamuna Television

প্রতারণা করে নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার ১

প্রতারণার অভিযোগে আটককৃত যুবক আল ফাহাদ।

চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে নারীদের ভার্চুয়াল মেডিকেল টেস্টের কথা বলে নগ্ন ভিডিও ধারণ ও পরে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে আল ফাহাদ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গুগল, উইকিপিডিয়ায় টাইপিস্ট নিয়োগের কথা বলে নারীদের সাথে প্রতারণা করে আসছিল আল ফাহাদ নামের সেই যুবক। এছাড়াও পার্টটাইম চাকরি দেয়ার নামে ভিডিও কলে বিবস্ত্র করে মেডিকেল টেস্টের কথা জানিয়ে ভিডিও ধারণ করতো সে।

পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সেই যুবক আদায় করতো অর্থ। এভাবে গত দেড় বছরে শতাধিক নারীর গোপন ভিডিও ধারণ করে আল ফাহাদ।

আরও পড়ুন: ইভ্যালির রাসেল ও শামীমার শেয়ার স্বজনদের ট্রান্সফারে আইনি বাধা নেই: হাইকোর্ট

Exit mobile version