Site icon Jamuna Television

সার্চ কমিটি এখনও আংশিক স্বচ্ছ: সুজন

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

নির্বাচন কমিশন গঠনে নিয়োজিত বর্তমান সার্চ কমিটিকে এখনও আংশিক স্বচ্ছ বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গ্রহণযোগ্য ইসি গঠনে পুরোপুরি স্বচ্ছতা প্রয়োজন। অনেকের দাবি থাকলেও প্রস্তাবকারী দলের নাম প্রকাশ করেনি অনুসন্ধান কমিটি। এছাড়া, ৩২২ জনের নাম প্রকাশও বিভ্রান্তিকর। এতে যাচাই-বাছাই সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান অবস্থায় চার দফা সুপারিশও করেছে সুজন। এছাড়া শেষ দশজনের তালিকা প্রকাশের দাবিও জানান বদিউল আলম মজুমদার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী শাহদীন মালিক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইসির জন্য ডা. জাফরুল্লাহর মাধ্যমে নাম প্রস্তাব করেছে বিএনপি: হানিফ

Exit mobile version