Site icon Jamuna Television

অনুপ্রবেশকারীরা হামলা করেছে, শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা নেই: ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, তার বাসভবনে হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা নেই। হামলা করেছে মুখোশধারী অনুপ্রবেশকারীরা।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে বিশিষ্টজনেরা ভিসির বাসভবনে তাকে দেখতে গেলে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদেরকে মোহাম্মদ নাসিম বলেন, সাম্প্রদায়িক শক্তি ভিসির বাসভবনের হামলায় জড়িত। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে।

 

গত রোববার কোটা সংস্কার আন্দোলন চলাকালে মুখোশধারী কিছু ব্যক্তি ঢাবি ভিসির বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘরের প্রয়োজনীয় আসবাপত্র ও একটি গাড়ি পুড়ে যায়। এছাড়া লুট হয়েছে বেশ কিছু জিনিস।

ঘটনার পর থেকে আওয়ামী লীগের অনেকে এ জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে দোষারোপ করছিলেন।

Exit mobile version