Site icon Jamuna Television

কিউইদের বোলিং তোপে ৯৫ রানে অলআউট প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চ টেস্টে বল হাতে আগুন ঝরালেন কিউই পেসার ম্যাট হেনরি। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে অসহায় আত্মসমর্পণ দক্ষিণ আফ্রিকার।

১৯৩২ সালের পর এই প্রথম ১০০’র নিচে গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। হেনরি’র বোলিং তোপে লণ্ডভণ্ড হয় প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। ১৫ ওভার বোলিং করে ২৩ রান খরচায় এই পেসার তুলে নেন ৭টি উইকেট। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে যৌথভাবে যা তৃতীয় সেরা বোলিং।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১১৬ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। ব্যাট হাতে হেনরি নিকোলাস ৩৭ ও ডেভন কনওয়ে ৩৬ রানে অপরাজিত আছেন।

Exit mobile version