Site icon Jamuna Television

১৭ বছর পর ইউরোপা খেলতে নামবে বার্সা

ছবি: সংগৃহীত

১৭ বছর পর ইউরোপা লিগের প্লে অফ খেলতে মাঠে নামবে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টায় নাপোলির বিপক্ষে মাঠে নামবে বার্সা। ইতালিয়ান এ দলটিকে হারাতে পারলেই জাভির শিষ্যদের জায়গা মিলবে শেষ ষোলোতে।

শক্তির দিক থেকে খুব একটা পিছিয়ে নেই নাপোলি। আর তাই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বার্সাকে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপে তৃতীয় হয়ে আসর থেকে বিদায় নেয় বার্সেলোনা। এর আগে টানা ১৭ বছর প্রতিযোগিতাটির নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল লা লিগার দলটি।

উল্লেখ্য, সবশেষ ২০০০ সালে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। ২০০৩-২০০৪ মৌসুমে শেষবার ইউরোপা লিগে খেলেছিল বার্সেলোনা। সে সময় বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে হেরে বিদায় নেয় বার্সা।

Exit mobile version