Site icon Jamuna Television

ইসরায়েল প্রতিষ্ঠা বিশ শতকের শ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন: ন্যান্সি পেলোসি

ছবি: সংগৃহীত

রাষ্ট্র হিসেবে ইসরাইয়েলের আবির্ভাবকে ২০ শতকের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বলে মনে করেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া এক বক্তৃতায় এসব কথা বলেন ন্যান্সি।

ইসরায়েলের আইনপ্রণেতাদের উদ্দেশে ন্যান্সি বলেন, ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। ইরানের পারমাণবিক হুমকির বিরুদ্ধে সতর্ক করে আমেরিকার বন্ধু হিসেবে ইসরায়েল তাদের অবস্থান পরিষ্কার করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পুরোনো বন্ধু। আমি ইসরায়েলের নিরাপত্তা ও এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা কামনা করি।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের স্পিকার মিকি লেভি বলেন, ইসরায়েল তার নিরাপত্তা ও আপসহীন সংগ্রামে পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। এ সময় আয়রন ডোম ডিফেন্স সিস্টেম কার্যকরে তহবিল পাশের জন্য তিনি যুক্তরাষ্ট্রকে বিশেষ ধন্যবাদ জানান।


/এসএইচ

Exit mobile version