Site icon Jamuna Television

কানাডায় সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করলেই গ্রেফতার!

ছবি: সংগৃহীত

কানাডায় করোনা বিধিনিষেধ ও ভ্যাকসিন বিরোধী আন্দোলনে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করলেই করা হবে গ্রেফতার। গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভ্যাকসিন বিরোধী আন্দোলনকারীদের এই হুমকি দিলো কানাডার পুলিশ।

কানাডায় ভ্যাকসিন এবং করোনা শিষ্টাচার বিরোধী আন্দোলন গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। পরিস্থিতি মোকাবেলায় বাধ্য হয়েই এমন কঠোর হুমকি দিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেলো সপ্তাহে আন্দোলন বন্ধে জরুরি আইন পাসের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যার আওতায়, বিক্ষোভকারীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের হুমকি দেন তিনি।

এর সাথে, দেশটিতে বাধ্যতামূলক করোনা টিকাগ্রহণ এবং কোয়ারেন্টাইন নীতিমালার বিরুদ্ধে আন্দোলন শুরু করে ট্রাক চালকরা। এরপর এই আন্দোলনে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন: কানাডায় জব্দ হবে টিকা বিরোধী আন্দোলনকারীদের ব্যাংক হিসাব

Exit mobile version