Site icon Jamuna Television

গাজীপুরে সাহারা বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, গ্রেফতার ২

হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি আল আমিন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর বাসন এলাকার সৌদি প্রবাসী বাবুল হোসেনের মা ষাটোর্ধ্ব সাহারা বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পিবিআই গাজীপুর ইউনিটের প্রধান পুলিশ সুপার মাকছেদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি আল আমিন ও তার সহযোগী মামুনুর রশিদকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর ভোগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ক্লুলেস হত্যাকাণ্ডটি প্রবাসীর বাড়ির স্বর্ণালঙ্কার ও টাকা লুট করতে গিয়েই ঘটানো হয়েছে বলে তাদের তদন্তে বেরিয়ে আসে। পরবর্তীতে ওই বাড়ির কাজের মহিলার ছেলে আল আমিনকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হয়। তার দেয়া তথ্য মতেই অপর আসামি মামুনকে গ্রেফতার করে পিবিআই। আল আমিন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পিবিআই।


/এসএইচ

Exit mobile version