Site icon Jamuna Television

হিলি সীমান্তে বিএসএফ-বিজিবি সৌজন্য সাক্ষাৎ

ফাইল ছবি

হিলি প্রতিনিধি:

হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শিলিগুড়ি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার আইজি অজয় সিং এর সাথে সৌজন্য সাক্ষাত করছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখার ভারতীয় অংশে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, বিএসএফের আমন্ত্রণে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার সীমান্তের শূন্যরেখায় গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার আইজি অজয় সিং। এ সময় রায়গঞ্জ বিএসএফ সেক্টর কমান্ডার শ্রীবাস্তুব, পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জেতা শঙ্কর, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলামসহ উভয় বাহিনীর অন্যান্য স্টাফ অফিসাররা তার সাথে ছিলেন।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার আইজি অজয় সিংকে ক্রেস্ট উপহার দেয়া হয় এবং বিএসএফ’র পক্ষ থেকেও বিজিবিকে ক্রেস্ট ও ফুল উপহার দেয়া হয়।

বৈঠক শেষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় বাহিনীর মধ্যে কথা হয়েছে। এ অঞ্চলের সীমান্ত পরিস্থিতি ভালো রয়েছে। এমন সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।



/এসএইচ

Exit mobile version