Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে এক কেন্দ্রের ১৭ পরীক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি:

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা (আলীয়া মাদ্রাসা) কেন্দ্রের ১৭ ফাজিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন কেন্দ্র পরিদর্শনকালে তাদের বহিষ্কার করেন বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে শহরের দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ফাজিল পরীক্ষা চলছিল। দুপুরে কেন্দ্র পরিদর্শন করার সময় নকল করার দায়ে ১৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তারা প্রত্যেকে বই থেকে নকল ও অসদুপায় অবলম্বন করেছে।

/এসএইচ

Exit mobile version