Site icon Jamuna Television

বদলে গেছে ফেসবুকের নিউজ ফিডের নাম

প্রতীকী ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার ‘নিউজ ফিডের’ নামে পরিবর্তন আনতে যাচ্ছে। এতদিন ফেসবুকের হোমপেইজকে নিউজ ফিড বলা হলেও এবার থেকে একে ডাকা হবে শুধুমাত্র ‘ফিড’ বলে। ফেসবুকের অফিসিয়াল পেজেই এই ঘোষণা দেয়া হয়েছে।

ফেসবুকে এ ধরনের পরিবর্তন আগেও হয়েছে। একসময় যাকে ওয়াল বলা হত, এখন সেটাই হয়েছে টাইমলাইন। কিন্তু কেন এই পরিবর্তন?

মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীরা তাদের ফিডে যে বৈচিত্রময় কনটেন্ট দেখেন তাকে আরও ভালোভাবে প্রতিফলিত করতেই এই পরিবর্তনের পথে হাঁটছে তারা।

তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, ফেসবুকে ভুয়া সংবাদ পড়ার বহু অভিযোগ রয়েছে। সেই কারণে নিউজ শব্দটিকে বাদ দিয়ে শুধু ‘ফিড’ করা হচ্ছে। এতে ফেসবুক বার্তা দিতে চাইছে যে, এটি কোনোভাবেই খবরের ‘ফিড’ নয়।

এমনকি জুকারবার্গ নিজেও বহুদিন ধরেই জানিয়েছেন, তারা ফেসবুককে খবরের উৎস হিসেবে পরিচিত করতে চান না। নতুন পদক্ষেপে যেন তারই আভাস।

সূত্র: সোশ্যাল মিডিয়া টুডে।

Exit mobile version