Site icon Jamuna Television

ফার্মেসির ভেতর মিললো গৃহবধূর ৬ টুকরো লাশ

সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌর পয়েন্ট এলাকায় এক ফার্মেসি থেকে শাহানা পারভিন জ্যোৎস্না নামে এক গৃহবধূর ৬ খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহানা পারভীন জ্যোৎস্না উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি আরব প্রবাসী সুরুক মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে লাশ উদ্ধারের তৎপরতা চালায় পুলিশ। উপজেলা সদরের আব্দুল মতিন মার্কেটের ‘অভি মেডিকেল হল’ নামের ফার্মেসি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর পলাতক রয়েছে ফার্মেসি মালিক।

নিহতের স্বজনরা জানান, বুধবার বিকাল ৩টার দিকে ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ অভি ফোন করে তার ফার্মেসিতে নিয়ে যায় ওই নারীকে। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর অভির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ওই নারীকে বাড়িতে পৌঁছে দিবেন বলেও আশ্বাস দেন।

পরদিন বৃহস্পতিবার পৌর শহরের একটি বাজারে যেতে বলা হয় স্বজনদের। সেখানে গিয়ে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর ফার্মেসি মালিকের ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার বাসাও তালাবদ্ধ দেখে সন্দেহ হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় অভি মেডিকেলের তালা ভেঙ্গে নারীর ৬ টুকরো লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

Exit mobile version