Site icon Jamuna Television

‘রমজানে দ্বিগুণ হবে টিসিবির সরবরাহ’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

রমজান মাসকে সামনে রেখে টিসিবি পণ্যের সরবরাহ ক্ষমতা দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এয়ার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, বর্তমানে টিসিবি পণ্যের সরবরাহ ক্ষমতা ৫০ লাখ টন। প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাড়িয়ে এক কোটি করা হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্ববাজারের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে তেল, ডাল চিনির দাম বাড়ছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টানতে সরকার ভর্তুকি দিচ্ছে বলেন মন্ত্রী। এসময় নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি উপস্থিত ছিলেন।

/এডব্লিউ

Exit mobile version