Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধার সন্তান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে মুক্তিযোদ্ধার সন্তান দিপু হালদার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা কামরুজ্জামান লিখনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বাঘিয়ায় নিজ বাড়ি থেকে লিখনকে গ্রেফতার করা হয়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মাদক সেবনের প্রতিবাদ করায় একই এলাকার মাদকসেবী কুডু মিস্ত্রিসহ আরও চার-পাঁচজন ২৭ জানুয়ারি রাত ৯টার দিকে দিপুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।

ঘটনার দুই দিন পর নিহতের ছোটবোন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় যুবলীগ নেতা কামরুজ্জামান লিখনসহ চারজনের নাম উল্লেখ করা হয়।

গ্রেফতারের পর লিখনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version