Site icon Jamuna Television

চিৎকার করতে করতে প্রিজন ভ্যানে উঠলেন ওসি প্রদীপ, বললেন আমি নির্দোষ

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ নিজেকে নির্দোষ দাবি করেছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের মামলায় চট্টগ্রাম আদালতে হাজিরা দেয়ার পর প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করতে করতে এমন দাবি করে সে।

ওসি প্রদীপ বলেন, আমি ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ করেছি। কোনো অন্যায় না করেও শাস্তি পেয়েছি। এ সময় ওসি প্রদীপকে ঘিরে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে না দিয়ে দ্রুতই প্রিজন ভ্যানে তুলে ফেলেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রাম আদালতে নেয়া হয় প্রদীপ কুমারকে। গত ৯ ফেব্রুয়ারি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

উল্লেখ্য, ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০২১ সালের ২৬ জুলাই অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে বলা হয়, চট্টগ্রামের পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোলশহরের বাড়ি, ৪৫ ভরি সোনা, একটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস, ব্যাংক হিসাব ও কক্সবাজারে একটি ফ্ল্যাট রয়েছে চুমকির নামে। তার বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের হদিস পায় দুদক।

Exit mobile version