Site icon Jamuna Television

লালবাগ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ থেকে আশিষ দাস নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নগর বেলতলির একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনরা জানিয়েছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আশিষ। তবে আত্মহত্যার কোনো কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় লালবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত আশিষ একটি ব্যাংকের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান তিনি।


/এসএইচ

Exit mobile version