Site icon Jamuna Television

নোয়াখালীতে সংখ্যালঘু অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ কিশোর অটোরিকশা চালক বলরাম মজুমদার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি ও দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির ও পূজামণ্ডপে হামলা-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মর্সূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বক্তারা অতিবিলম্বে বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সাথে সারাদেশে সাম্প্রদায়িক হামলাকারীদের চিহিৃত করে বিচারের আওতায় আনার দাবিও করেন তারা।

এসজেড/

Exit mobile version