এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুঞ্জনের মাঝেই এবার বরুশিয়া ডর্টমুন্ড সেনসেশন আরলিং হ্যালান্ডেরও মাদ্রিদে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এরমধ্যেই লা লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাসের দাবি, আসন্ন মৌসুমে এমবাপ্পে এবং হ্যালান্ড দু’জনই রিয়ালে যোগ দেবেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্প্যানিশ সংবাদ সংস্থা ইউরোপা প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান হ্যাভিয়ার তেবাস।
তিনি মনে করেন, বার্সেলোনা ও জ্যুভেন্টাসের আর্থিক দুর্গতির সুযোগে এই দুই তারকাকে দলে ভেড়াতে পারে রিয়াল। এতদিন রিয়ালের সাথে এমবাপ্পের বেতনাদি নিয়ে দফায় দফায় কথা হওয়ার গুঞ্জনে সরব ছিলো ইউরোপের ফুটবল পাড়া। এবার সেই তালিকায় যোগ হলো হ্যালান্ডের নাম।
/এসএইচ
এমবাপ্পে ও হ্যালান্ড দুজনই মাদ্রিদে যাবেন: তেবাস

লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস মনে করেন, আসন্ন মৌসুমে এমবাপ্পে-হ্যালান্ড দুজনই রিয়ালে যোগ দিতে পারেন
