Site icon Jamuna Television

রাজশাহীতে পা পিছলে পদ্মায় পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

ফাইল ছবি

রাজশাহীর পদ্মার তীরে পা পিছলে পদ্মা নদীতে পড়ে মাইমুনা খাতুন নামের এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে লুবনা নামের আরেক ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নগরীর দরগাপাড়া মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, সকালে নগরীর মাদরাসাতুল সুফফাহ আল আরাবিয়াহ মাদরাসার ৬ জন শিক্ষার্থী নদীর ধারে হাঁটতে বের হন। তারা মুক্তমঞ্চ এলাকায় পৌঁছালে মাইমুনা নদীর পানিতে পা ভেজানোর চেষ্টা করেন। এসময় হঠাৎ করেই তিনি পা পিছলে পানিতে পড়ে তলিয়ে যান। তার ৩ সহপাঠী পানিতে নেমে উদ্ধারের চেষ্টা করলে তারাও তলিয়ে যান। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করতে পারলেও মাইমুনা নিখোঁজ ছিলেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীর গিয়ে মাইমুনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


/এসএইচ

Exit mobile version