Site icon Jamuna Television

চাঁদপুরে বাড়ির উঠান থেকে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ১০ মাসেও

নিখোঁজ শিশু মায়া।

প্রায় এক বছরেও সন্ধান মেলেনি চাঁদপুরের নিখোঁজ শিশু মায়ার। রহস্য উদ্ঘাটনে কোনো অগ্রগতি নেই তদন্ত সংস্থার। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদেও মেলেনি গুরুত্বপূর্ণ তথ্য। পিবিআই বলছে, রহস্য সমাধানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে জামিনে মুক্তি পেয়েছে মামলার আসামিরা।

ছোট্ট মায়ার উচ্ছ্বলতার সবটাই এখন স্মৃতি। তার নিখোঁজের দশমাস পার হয়েছে। সন্ধান মেলেনি পাঁচ বছরের শিশুটির। জামা-খেলনার স্পর্শে হারানো সন্তানকে খুঁজে ফেরেন শোকাতুর মা।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছোটতুলা গ্রামের সাব্বির-ফাতেমা দম্পতির সন্তান খাদিজা আক্তার মায়া। গত বছরের ১১ এপ্রিল বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় মামলা করেন শিশুটির মা। সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদেও রহস্যের কূলকিনারা পাওয়া যায়নি।

এর মাঝেই জামিন পেয়েছে মামলার আসামিরা। মায়াকে খুঁজতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তবে সরাসরি বক্তব্য দিতে রাজি হননি তাদের কেউ।

এসজেড/

Exit mobile version