Site icon Jamuna Television

শেরপুরে খাল খননের নামে বেদখল হচ্ছে কৃষিজমি, উচ্ছেদ সংখ্যালঘু ও নিম্ন আয়ের বহু পরিবার

শেরপুরের নালিতাবাড়িতে খাল খনন করায় কৃষিজমি হারাচ্ছে কৃষক। উচ্ছেদ হয়েছেন গারো পরিবারসহ শত শত নিম্ন আয়ের মানুষ। অথচ যাদের জন্য খাল খনন করা হচ্ছে তারাই বলছে, এর প্রয়োজন নেই! তাহলে কেনো এমন প্রকল্প? স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্যের নাম ভাঙিয়ে সুবিধা লুটছে প্রভাবশালীরা। উচ্ছেদ হয়েছে নিম্ন আয়ের শতাধিক পরিবার।

সেচ সুবিধা বাড়ানোর নামে নালিতাবাড়ির বৈশাখী বাজার থেকে তাড়ানি গ্রামের ভোগাই নদ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খননের কাজ চলছে। ৬ থেকে ৭ ফুট গভীরতা আর প্রায় ১৫ ফুট প্রশস্ত করে কাটা হচ্ছে খালটি। এই খননে কৃষিজমি হারিয়েছে কৃষক। রেকর্ডিয় সম্পত্তি থেকে উচ্ছেদ হয়েছে শেরপুরের ১৩টি গারো পরিবারসহ নিম্নআয়ের শত শত মানুষ।

অনেকেরই দাবি, বাধা দিয়ে হতে হয়েছে নির্যাতনের শিকার। উপজেলা, জেলা প্রশাসন আর জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। কত টাকার প্রকল্প, ঠিকাদার কে? এসব বিষয়ে কিছুই জানা নেই বাস্তবায়নকারীদের। টিআর-কাবিটার মাধ্যমে খনন কাজ চালাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতারা।

এই উচ্ছেদকে অবৈধ বলছেন নাগরিক কমিটির প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসকের।

এসজেড/

Exit mobile version