Site icon Jamuna Television

উত্তর বাড্ডায় ফার্নিচার কারখানায় আগুন

রাজধানীয় উত্তর বাড্ডায় একটি ফার্নিচার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে উত্তর বাড্ডার পূর্বাঞ্চলের ১৭ নম্বর লেনে। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। টিনশেড কারখানাটিতে হাওলাদার ফার্নিচার নামে একটি প্রতিষ্ঠান আসবাব তৈরি করতো। আগুনে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানার ব্যবস্থাপক।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, রাস্তাঘাটে নির্মাণসামগ্রী ফেলে রাখায় ঘটনাস্থল পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি নেয়া যায়নি। তবে দ্রুত ঘটনাস্থলে আসতে পারায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আগুন ছড়িয়ে পড়লে জীবনহানিসহ ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলে বলে জানান তারা। তবে প্রাথমিকভাবে এখনেও আগুন ধরার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

/এডব্লিউ

Exit mobile version