Site icon Jamuna Television

চাঁদপুরে শুধু বাজারে মাছ কেটেই সংসার চলে অর্ধশতাধিক পরিবারের

চাঁদপুর শহরের চারটি বাজারে মাছ কেটে জীবনযাপন করে অন্তত ৫০টি পরিবার। তারা মাছ কেটে প্রতিদিন আয় করেন অন্তত এক হাজার টাকা। অল্প টাকায় মাছ কেটে নিতে পেরে খুশি গৃহকর্তারাও। এ পেশায় থেকে প্রতিদিন ৮০০-১২০০ টাকা আয় করে এই মাছ কাটিয়েরা। এতে সংসারের ব্যয় চলে যায় স্বচ্ছন্দেই।

বড় মাছ কেজিপ্রতি ১৫-৩০ এবং ছোট মাছ ৩০-৪০ টাকার মধ্যে কাটেন এসব মাছ কাটিয়েরা। কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই শিখেছেন মাছ কাটার কাজ। এই অর্থ দিয়েই চলে তাদের সংসার। কাজ ও আয় নিয়ে খুশি তারা।

চাকুরীজীবী দম্পতি অথবা যাদের ঘরে ছোট শিশু আছে তাদের জন্য কম টাকায় মাছ কেটে নেয়া অনেকটাই সুবিধাজনক। সচেতন মহল বলছে, অল্প সংখ্যক মানুষের হলেও এভাবে তাদের যেমনি জীবিকা নির্বাহ হচ্ছে, তেমনি কর্মব্যস্ত মানুষরাও পাচ্ছেন উপকার।

এসজেড/

Exit mobile version