Site icon Jamuna Television

গুজরাটে সিরিজ বোমা হামলা: ৩৮ জনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনের ফাঁসির সাজা দিয়েছে আদালত। ১১ আসামিকে শোনানো হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের রায়। ১৪ বছর আগের হামলার ঘটনায় শুক্রবার আহমেদাবাদের বিশেষ আদালত এ রায় দেয়।

গত সপ্তাহেই ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেছিলো আদালত। যাদের সবারই সাজা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, স্টুডেন্টস মুভমেন্ট অব ইন্ডিয়া’র আলোচিত নেতা সাফদার নাগোরি। এছাড়া ২৮ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিটের ব্যবধানে ১৯টি আলাদা বিস্ফোরণে কেপে ওঠে গুজরাটের রাজধানী আহমেদাবাদ। সিরিজ বিস্ফোরণে মোট ৫৮ জনের মৃত্যু হয়। আহত হয় দুই শতাধিক মানুষ। হামলাকারীদের মূল লক্ষ্য ছিলো গুজরাটের বিভিন্ন হাসপাতাল। ইন্ডিয়ান মুজাহিদিন নামে একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করে। সশস্ত্র গোষ্ঠিটি দাবি করে, ২০০২ সালে গুজরাট দাঙ্গার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়।

Exit mobile version