Site icon Jamuna Television

মালিতে সন্ত্রাসবিরোধী অভিযান সমাপ্তির ঘোষণা ফ্রান্সের

ছবি: সংগৃহীত

প্রায় এক দশক পর পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসবিরোধী অভিযানের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেবে প্যারিস। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলে নিশ্চিত করেছে আলজাজিরা।

ফরাসী সামরিক বাহিনীর নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক শক্তি দেশটিতে আর কোনো অভিযান পরিচালনা করবে না। সম্প্রতি বিদেশি সেনা অবস্থানের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করে মালির সরকার। তারই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিলো প্যারিস।

বিবৃতিতে ফ্র্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, মালি সরকার দেশটিতে বিদেশি সৈন্য অবস্থানের ওপর যে শর্তারোপ করেছে তাতে সেখানে আর কোনো সেনা অভিযান চালানো সম্ভব না। যদিও মালি সরকারের দাবি, অঞ্চলটিতে সন্ত্রাসবাদ দমাতে ব্যর্থ হয়েছে ফ্রান্স নেতৃত্বাধীন ইউরোপীয় জোট। একারণেই পিছু হঠছে প্যারিস।

Exit mobile version