Site icon Jamuna Television

৪৯ বলে সেঞ্চুরি টেইলরের

ছবি: সংগৃহীত

মাত্র ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু রস টেইলর। নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে টেইলর করলেন এমন কীর্তি।

টেস্ট ক্রিকেট থেকে গত মাসেই অবসর নিয়েছিলেন টেইলর। আর একটি সিরিজের পর ওয়ানডে থেকেও অবসর নেয়ার আভাস তার। এই সবের মাঝেই নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে নিজের জাত চিনালেন টেইলর। নিউ প্লাইমাউথের হয়ে উইকেটে নেমেই প্রথম বল শুরু করেন বাউন্ডারি মেরে। ৭টি চার ও ২টি ছক্কায় মাত্র ২৫ বলে পা রাখেন ফিফটিতে।

ইনিংসের শেষ ওভারে ৯৩ থেকে ন্যাথান স্মিথের টানা দুই বলে ১টি চার ও ১টি ছয়ে সহজেই সেঞ্চুরি অঙ্ক ছুঁয়ে ফেলেন তিনি। ফলে মোট ১৪টি চার ও ৫টি বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৫১ বলে মোট ১১১ রান করে।

Exit mobile version